ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ১২:৫৭ পিএম
কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনি (৪৭)।
শুক্রবার রুশ কারা কর্তৃপক্ষ জানায়, কারাগারে হাঁটাচলার সময় নাভালনি অসুস্থবোধ করেন তারপর জ্ঞান হারিয়ে ফেলেন। পরে কারাগারের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে নাভালনির মৃত্যু হয়েছে সেটি এখনো জানা যায়নি।
আর্কটিক সার্কেলের প্রায় ৪০ মাইল উত্তরে সাইবেরিয়ার একটি কারাগারে (ইয়ামালিয়ার ৩ নম্বর পেনাল কলোনি) বন্দি ছিলেন অ্যালেক্সি নাভালনি।
গত বছরের ডিসেম্বরে নাভালনিকে মস্কো থেকে ১৯০০ কিলোমিটার উত্তর-পূর্বে উত্তরের শহর খার্পের আইকে–৩ পেনাল কলোনিতে স্থানান্তর করা হয়, যা ‘পোলার উলফ’ নামে পরিচিত।
পেনাল কলোনিতে কারাবাসীদের নির্বাসনে দেওয়া হয় এবং তাদের একটি দুর্গম জায়গা বা দ্বীপে রাখার মাধ্যমে বাকি জনগোষ্ঠী থেকে আলাদা করা হয়।
আইকে–৩ পেনাল কলোনি তথা কারাগারটিকে রাশিয়ার সবচেয়ে কঠোর কারাগার বলে মনে করা হয়, যেখানে বেশিরভাগ বন্দীকে গুরুতর অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।
নাভালনিকে রাশিয়ায় ভ্লাদিমির পুতিনের প্রধান প্রতিদ্বন্দ্বী নেতা মনে করা হতো। ২০২১ সাল থেকে কারাগারে আটক ছিলেন এই নেতা। উগ্রপন্থায় উস্কানি, অর্থায়ন এবং একটি উগ্রপন্থি সংগঠন প্রতিষ্ঠার অভিযোগে গত বছর আগস্টে নাভালনিকে নতুন করে ১৯ বছরের জেল দেওয়া হয়। এর আগে থেকেই প্রতারণা ও অন্যান্য অভিযোগে সাড়ে ১১ বছর কারাভোগ করেছেন তিনি।