নাভালনির মৃত্যু: রাশিয়াকে দায়ী করছে পশ্চিমা বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০১:৫১ পিএম

নাভালনির মৃত্যু: রাশিয়াকে দায়ী করছে পশ্চিমা বিশ্ব

আলেক্সি নাভালনি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধবাদী সবচেয়ে প্রভাবশালী নেতা আলেক্সি নাভালনির মৃত্যুর জন্য রাশিয়াকে দায়ী করছেন পশ্চিমা নেতারা।  

নিজের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘সত্যিই কী হয়েছে তা জানিনা আমরা, কিন্তু এতে কোনো সন্দেহ নাই নাভালনির মৃত্যু পুতিন ও তার গুন্ডারা যা করেছে তার ফলাফল। রাশিয়ার কর্তৃপক্ষ তাদের নিজস্ব গল্প বলতে যাচ্ছে। কিন্তু নাভালনির মৃত্যুর জন্য পুতিনই দায়ী।’

রয়টার্স জানিয়েছে, নাভালনির সাহসের প্রশংসা করে তাকে ‘মুক্তির লড়াইয়ের যোদ্ধা’ বলে অভিহিত করেছেন পশ্চিমা নেতারা। তাদের মধ্যে কেউ কেউ কোনো প্রমাণ ছাড়াই নাভালনিকে ‘খুন করা হয়েছে’ বলে অভিযোগ করেন এবং এর জন্য ক্রেমলিনকে দায়ী করেন। এর জন্য পুতিনকে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন তারা।

ক্রেমলিন জানিয়েছে, নাভালনির মৃত্যুর কথা পুতিনকে জানানো হয়েছে। তবে এ নিয়ে তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।      

পুতিনের কড়া সমালোচক অ্যালেক্সি নাভালনি গতকাল শুক্রবার রুশ কারাগারে মারা গেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে নাভালনি গত এক দশকে পুতিনের শাসনের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছিলেন।

তাঁর মৃত্যুর কারণ জানানো হয়নি। বলা হয়েছে, হেঁটে আসার পর তিনি ভালো বোধ করছিলেন না। তিনি জ্ঞান হারান। চিকিৎসকেরা আর তাঁর সংজ্ঞা ফেরাতে পারেননি। জরুরি চিকিৎসকেরা কারাবন্দী নাভালনির মৃত্যুর খবর নিশ্চিত করেন। 

Link copied!