পাকিস্তানের সাধারণ নির্বাচন জয় দাবি করে পিএমএল-এন দলের নেতা নওয়াজ শরিফ সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) লাহোরে দেওয়া ভাষণে তিনি বলেছেন, ভোটের পর পিএমএল-এন দেশের একক বৃহত্তম দল। দেশকে সংকট থেকে উত্তরণের দায়িত্ব তার দলের। আমাদের একমাত্র এজেন্ডা সমৃদ্ধ পাকিস্তান।
বিজয় ভাষণ হিসেবে দাবি করা বক্তব্যে নওয়াজ শরিফ বলেছেন, শেহবাজ শরিফকে আজ দায়িত্ব দিয়েছি ফজলুর রহমান, খালিদ মকবুল সিদ্দিকী ও আসিফ আলি জারদারির সঙ্গে যোগাযোগ করার জন্য।
বাংলাদেশ সময় শুক্রবার দশটা পর্যন্ত জাতীয় পরিষদের ২৬৬টির মধ্যে ২৫১টি আসনের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ইমরান খান সমর্থিত স্বতন্ত্ররা জয় পেয়েছেন ১০৬ আসনে, নওয়াজের পিএমএল-এন জিতেছে ৬৭ আসনে এবং বিলাওয়াল ভুট্টোর পিপিপি আসন পেয়েছে ৫১টি।
পাকিস্তানে সরকার গঠনের জন্য ২৬৬টি আসনের মধ্যে ১৩৪টিতে জয় লাভ করতে হয়।
তবে পাকিস্তানের শীর্ষ দৈনিক পত্রিকা ডনের ওয়েবসাইটে রাত দশটা পর্যন্ত প্রকাশিত ফলাফলে বলা হয়েছে, পিটিআই সমর্থিতরা পেয়েছেন ৬২টি আসন, নওয়াজ শরীফের পিএমএল-এন পেয়েছেন ৪৩টি, অন্যদিকে বিলাওয়াল ভুট্টোর পিপিপি পেয়েছে ৩৬টি।