মুখ্যমন্ত্রী হয়েই প্রকাশ্যে মাংস–ডিম বিক্রি নিষিদ্ধ করলেন মোহন যাদব

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২৩, ১১:২৬ এএম

মুখ্যমন্ত্রী হয়েই প্রকাশ্যে মাংস–ডিম বিক্রি নিষিদ্ধ করলেন মোহন যাদব

ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হলেন বিজেপির মোহন যাদব। শপথ নিয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে রাজ্যে প্রকাশ্যে মাংস ও ডিম বিক্রি নিষিদ্ধ করেছেন তিনি।

বুধবার (১৩ ডিসেম্বর) রাজ্যের রাজধানী ভোপালের মতিলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যাদব শপথ গ্রহণের পর ক্যাবিনেট বৈঠক ডাকেন। আর প্রথম ক্যাবিনেট বৈঠক ডেকেই একাধিক সিদ্ধান্ত ঘোষণা করে দেন।

শপথ নেওয়ার পর তাঁর দুই উপমুখ্যমন্ত্রী জগদীশ দেওড়া এবং রাজেন্দ্র শুক্লাসহ কয়েকজন মন্ত্রীকে নিয়ে ক্যাবিনেট বৈঠক ডাকেন নতুন এই মুখ্যমন্ত্রী। এ বৈঠকে রাজ্যে প্রকাশ্যে মাংস, ডিম বিক্রি করা নিষিদ্ধ ঘোষণা করেন তিনি। 

যাদব বলেন, বিদ্যমান খাদ্যনিরাপত্তা বিধি–সম্পর্কিত নির্দেশিকা মেনে প্রকাশ্যে মাংস ও ডিম বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। যথাযথ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।

যাদব আরও বলেছেন, নিষেধাজ্ঞা কার্যকরের আগে রাজ্যের খাদ্য বিভাগ, পুলিশ ও স্থানীয় নগর সংস্থাগুলো জনসচেতনতামূলক প্রচার চালাবে।

তবে হঠাৎ করে এমন সিদ্ধান্তে জোর চর্চা শুরু হয়েছে সেখানের বাজারহাট, দোকানপাট, চায়ের দোকানে। 

এমনকী সিদ্ধান্তে আরও জানানো হয়েছে, ধর্মীয় স্থান ও জনবহুল এলাকায় মাইক ব্যবহারে বিধিনিষেধ জারি থাকবে।
 

Link copied!