ভারি বৃষ্টিতে নিউইয়র্কে বন্যা, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৩, ০৮:৪০ পিএম

ভারি বৃষ্টিতে নিউইয়র্কে বন্যা, জরুরি অবস্থা জারি

বন্যায় তলিয়ে গেছে নিউইয়র্কের সড়ক। ছবি : রয়টার্স

হঠাৎ প্রবল বৃষ্টিতে বন্যার কবলে পড়েছে নিউইয়র্ক। এতে শহরের রাস্তাঘাট, সিটি পার্কসহ বিশাল এলাকা তলিয়ে গেছে। ফলে শহরজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, শহরের লেগার্ডিয়া বিমানবন্দরে প্রবেশের জন্য যাত্রীদের জলাবদ্ধতায় পানির মধ্যে দিয়ে হেঁটে যেতে হচ্ছে। বিমানবন্দরটি তার একটি টার্মিনালও বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস নাগরিকদের বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন,‍‍`‍‍`আপনি যদি পারেন বাড়িতে থাকেন। আপনি যদি কর্মক্ষেত্রে বা স্কুলে থাকেন, তাহলে সেখান থেকে বেরোবেন না। কিছু সাবওয়ে প্লাবিত হয়েছে এবং শহরের চারপাশে চলাফেরা করা অত্যন্ত কঠিন।‍‍`‍‍`

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল জানান, শহরের অবস্থা ‘বিপজ্জনক’ এবং জীবনের জন্য হুমকিস্বরূপ’। অঞ্চলজুড়ে প্রবল বৃষ্টির কারণে নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং হাডসন ভ্যালির বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

নিউইয়র্ক সাবওয়ে হল বিশ্বের অন্যতম বৃহত্তম ট্রেন নেটওয়ার্ক যার মধ্যে ৪২০টি স্টেশন এবং ৩০টিরও বেশি লাইন রয়েছে। স্কুল ও কর্মস্থলে পৌঁছানোর জন্য এর উপর নির্ভরশীল লক্ষ লক্ষ বাসিন্দাদের এটি একটি অপরিহার্য মাধ্যম।

Link copied!