জানুয়ারি ১, ২০২৪, ০৪:৪৩ এএম
আতশবাজি ও ফানুস উড়িয়ে নতুন বছর ২০২৪ সাল বরণ করে নিল সারা বিশ্ব। অথচ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন বছর শুরু হলো বোমার আলোর ঝলকানিতে। তিন মাস ধরে চলা যুদ্ধে নতুন বছর শুরু প্রাক্কালে যেন আরও বেশি তীব্রতা দেখালো ইসরায়েল। এমনকি অধিকৃত পশ্চিম তীরেও চালানো হয়েছে অভিযান। গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৮০০ জনে।
সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
নতুন বছরের প্রথম দিনের প্রথম প্রহরের দিকেই ইসরায়েলি বাহিনী গাজার জয়তুন জেলায় বোমা হামলা চালায়। স্থানীয় স্বাস্থ্য বিভাগের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে, এই হামলায় বেশ কয়েকজন বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
এর বাইরে, ইসরায়েলি বাহিনী আল-মাগাজি শরণার্থীশিবির, নুসেইরাত শরণার্থী শিবিরসহ আরও বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এসব হামলায় বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে অধিকাংশই শিশু। আহতদের স্থানীয় আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে চলা যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ২১ হাজার ৮২২ জন। এ ছাড়া আহত হয়েছে আরও ৫৬ হাজার ৪৫১ জন। এই সময় পশ্চিম তীরে ইসরায়েলি হামলা ও অভিযানে নিহত হয়েছে অন্তত ৩ শতাধিক। আহত হয়েছে আরও সাড়ে ৩ হাজারেরও বেশি।