শনিবার নয়, নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠান রোববার

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৬, ২০২৪, ১১:৫৬ এএম

শনিবার নয়, নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠান রোববার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গতকাল নিজের পদত্যাগপত্র জমা দেওয়ার পর আগামী ৮ জুন শনিবার তার শপথ নেওয়ার কথা ছিল। তবে পিছিয়ে যাচ্ছে এই শপথগ্রহণ অনুষ্ঠান।

বৃহস্পতিবার (৬ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, শনিবারের বদলে পরদিন রোববার সন্ধ্যায় ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি।

এর আগে বুধবার নরেন্দ্র মোদিকে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ’র প্রধান হিসেবে নির্বাচিত করা হয়। যার মাধ্যমে নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হয়। আগামী রোববার যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে পণ্ডিত জওহরলাল নেহরুর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার অনন্য রেকর্ড গড়বেন তিনি।

নরেন্দ্র মোদি মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এরই মধ্যে নিশ্চিত করেছেন তারা নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

গত মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা শেষে দেখা যায়, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবারের নির্বাচনে ২৪০টি আসনে জয় পেয়েছে। অর্থাৎ ২৭২ আসন না পাওয়ায় একক সংখ্যগরিষ্ঠতা পায়নি বিজেপি। সেক্ষেত্রে এবার জোটের ওপরেই নির্ভর করতে হবে নরেন্দ্র মোদিকে।

উল্লেখ্য, ২০১৯ সালে বিজেপি ৩০৩টি আসনে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল।

সূত্র: এনডিটিভি

Link copied!