এবার জান্তা বাহিনীর বোমা চীনে

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৯, ২০২৪, ০৭:১৩ পিএম

এবার জান্তা বাহিনীর বোমা চীনে

ছবি: সংগৃহীত

তুঙ্গে উঠেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে লড়াই। উঠেছে শান ও কাচি রাজ্যে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ। লড়াই চলাকালীন কিছু বোমা সীমান্ত পেরিয়ে চীনের ভূখণ্ডেও আঘাত হেনেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদমাধ্যম ইরাবতী বলছে, বৃহস্পতিবার ড্রোন ব্যবহার করে শান রাজ্যে পা-ও শহরে রাসায়নিক বোমা ফেলেছে বলে দাবি করেছে পিএনএলএ। এতে সেখানে অক্সিজেন কমে গেছে ও যোদ্ধাদের ক্লান্তি, মাথা ঘোরা, দ্রুত শ্বাস-প্রশ্বাস হচ্ছে বলে জানায় তারা। এছাড়া শহরে জান্তার ঘাঁটিগুলো থেকে আশপাশের এলাকায় গোলাগুলি হচ্ছে।

এদিকে কাচিন রাজ্যে দুটি সেনা ঘাঁটি ও ১০টির বেশি চৌকির নিয়ন্ত্রণ হারানোর পর কাচিন আর্মির সদর দপ্তর লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে জান্তা বাহিনী। সীমান্ত পেরিয়ে চীনে বোমা পড়ার খবরও নজর এড়ায়নি। মিয়ানমার ও চীনের স্থানীয়রা জানান, কাচিন আর্মির সদর দপ্তর লক্ষ্য করে বোমাবর্ষণ করতে থাকা জান্তা বাহিনীর ব্যবহৃত বোমা চীনের ভূখণ্ডেও পড়েছে।

সামরিক বিমানের মাধ্যমে জান্তা বাহিনী চিন রাজ্যের পালেতওয়া টাউনশিপেও রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে বিদ্রোহী আরাকান আর্মি।

Link copied!