এবার সস্ত্রীক ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ৩১, ২০২৪, ১২:৩৩ পিএম

এবার সস্ত্রীক ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড

ফাইল ছবি: এএফপি

সাইফার মামলায় ১০ বছরের কারাদণ্ড পাওয়ার পরদিনই আবারও দুঃসংবাদ পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার তোশাখানা মামলায় তাকে এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত।

স্থানীয় সময় বুধবার (৩১ জানুয়ারি) এ রায় ঘোষণা করেন ইসলামাবাদের জবাবদিহিতা আদালত (অ্যাকাউন্টিবিলিটি কোর্ট)। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রায়ে জেল-জরিমানা ঘোষণার পাশাপাশি ইমরান খানের উপর পাকিস্তানের অভ্যন্তরীন রাজনীতিতে ১০ বছরের নিষেধাজ্ঞাও জারি করেছেন আদালত। পাশাপাশি এই দম্পতিকে ১ দশমিক ৫৭৩ বিলিয়ন পাকিস্তানী রুপি জরিমানা করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের (সাইফার) মামলায় ইমরান খান এবং তার দল পিটিআইয়ের সহসভাপতি শাহ মেহমুদ কুরেশিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি বিশেষ আদালত।

Link copied!