ইসরায়েলের বিমান হামলায় বিধ্বস্ত গাজা। ছবি: রয়টার্স।
ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলা ও বৃষ্টির মতো বোমাবর্ষণে বিপর্যস্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষ। প্রায় ১০ লাখ মানুষ ইতিমধ্যে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে।
সংস্থাটি জানায়, গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে বিভিন্ন বিদ্যালয়ে জাতিসংঘ পরিচালিত আশ্রয়শিবিরে ৩ লাখ ৫২ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।
উল্লেখ্য, ফিলিস্তিনের সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। জবাবে ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এ সংঘাতে দুই পক্ষের চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
এর মাঝে জেরুজালেমসহ ফিলিস্তিনের কয়েকটি জায়গায় আশ্রয়শিবিরে স্থল অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া গাজা থেকে পালানোর সময় বেসামরিক লোকজনের ওপর ইসরায়েলি বাহিনীর বিমান হামলা চালানোর খবর এসেছে। হামলা হয়েছে গাজার হাসপাতালে।