নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভের ডাক দিলেন বিরোধী নেতা ইয়ার লাপিদ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৯, ২০২৫, ০৬:৩৮ পিএম

নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভের ডাক দিলেন বিরোধী নেতা ইয়ার লাপিদ

ছবি: সংগৃহীত

বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের বিরোধী দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। সম্প্রতি এক এক্স পোস্টে তিনি এই আহ্বান জানান। খবর টাইমস অব ইসরায়েলের।

ইয়ার লাপিদ অভিযোগ করেন, ইসরায়েলি সরকারের কোনো ‘রেড লাইন’ নেই। এখন সমগ্র জাতিকে একত্রিত হয়ে বলতে হবে ‘যথেষ্ট হয়েছে!’

সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও লেখেন, আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি- এটি আমাদের মুহূর্ত, এটি আমাদের ভবিষ্যৎ, এটি আমাদের দেশ। রাস্তায় নামুন।

এর আগে গতকাল লাপিদ নেতানিয়াহুকে পদত্যাগের জন্য চাপ দিয়ে বলেন, ইসরাইল ‘তার ওপর আস্থা হারিয়ে ফেলেছে।’

Link copied!