ফিলিস্তিনি ৬ শিশুর মরদেহ নিয়ে মুক্ত বিশ্বকে বার্তা দিলেন চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২০, ২০২৩, ১২:৪৬ এএম

ফিলিস্তিনি ৬ শিশুর মরদেহ নিয়ে মুক্ত বিশ্বকে  বার্তা দিলেন চিকিৎসক

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজার আল–আহলি আল–আরবি হাসপাতালে নৃশংসতম হামলায় প্রায় ৫০০ বেসামরিক নাগরিক হত্যার পরও থামছে না ইসরায়েলের নির্বিচার বিমান হামলা। গতকাল বুধবার রাতভর তারা গাজার আরও নতুন নতুন এলাকায় নির্বিচার বিমান ও বোমা হামলা চালিয়েছে। তাদের হামলা থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও।

এমনই ছয় শিশুর মরদেহ নিয়ে গাজায় ইউরোপীয় হাসপাতালে একটি ভিডিও বানিয়েছেন এক চিকিৎসক। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ওই ভিডিও প্রকাশ করেছে।

এতে দেখা যায়, হাসপাতালের চিকিৎসক ইউসেফ আল–আকাদের সামনে ইসরায়েলি বোমা হামলায় নিহত ছয় শিশুর নিথর মরদেহ। দাফনের জন্য প্রস্তুত সেই ছোট ছোট মরদেহগুলোর সামনে দাঁড়িয়ে তিনি বিশ্ববাসীর প্রতি একটি বার্তা দিচ্ছেন।

আল–আকাদ বলেন, ‘মুক্ত বিশ্ব, তুমি কোথায়? এই শোকাহত ও নির্যাতিত মানুষের ওপর গণহত্যা চলছে।’

আল–আকাদ তাঁর বার্তায় বলছিলেন, ‘দেখুন এসব শিশুদের। এসব শিশুকে কারা হত্যা করেছে?’

৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর প্রতিশোধ হিসেবে গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। তাদের বাছবিচারহীন হামলায় কেবল গত ১১ দিনে (১৭ অক্টোবর পর্যন্ত) ১ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। সেভ দ্য চিলড্রেন বলছে, ইসরায়েলি বোমায় প্রতি ১৫ মিনিটে গাজায় একটি শিশুর মৃত্যু হচ্ছে।
 

Link copied!