প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ৪০ বছর পর পেলেন যোগদানের চিঠি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২২, ২০২৪, ০৬:৪১ পিএম

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ৪০ বছর পর পেলেন যোগদানের চিঠি

ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষকের চাকরির জন্য আশির দশকে নিয়োগ পরীক্ষা দিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ৬৬ জন চাকরিপ্রার্থী। কিন্তু দীর্ঘ চার দশক পর গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এসেছে সেই বহুপ্রতীক্ষিত চাকরির চিঠি। 

দীনবন্ধু ভট্টাচার্য তাদেরই একজন। তার বয়স এখন ৬৪। ওই সময় যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি নিয়োগ পাননি এমন অভিযোগে তারা মামলা দায়ের করেছিলেন। অবশেষে কলকাতা হাইকোর্টের রায়ের পর নিয়োগের চিঠি এসেছে। কিন্তু এর মাঝে চলে গেছে ৪০টি বছর। 

তবে ৬৬ জন ভুক্তভোগী ছিলেন যারা দীর্ঘ লড়াইয়ের পর চাকরির চিঠি পেয়েছেন। তারা সকলেই এখন অবসরের বয়সসীমা অতিক্রম করেছেন।

চাকরির চিঠি হাতে পেয়ে কী করতে হবে প্রথমে বুঝতেই পারেননি দীনবন্ধু ভট্টাচার্য। গণমাধ্যমকে তিনি জানান, ‘প্রাথমিক শিক্ষকের জন্য যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমি যুবক। সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। চাকরির জন্য অপেক্ষা করতে করতে এখন আমার বয়স ৬৪। গতকাল হাতে অ্যাপয়েন্টমেন্টের চিঠি পেয়েছি। আমি একা নয়, আমার মতো ৬৬ জন এই চিঠি পেয়েছে। এর মধ্যে ৪ জন তো বেঁচেই নেই।’

Link copied!