ইসরায়েলের পতাকা হাতে নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৩, ২০২৪, ১০:১৬ এএম

ইসরায়েলের পতাকা হাতে নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ হয়েছে।

শনিবার (২২ জুন) দেশটির জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেন বিক্ষোভকারীরা। যুদ্ধবিরোধী এই বিক্ষোভে তারা নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন। এই বিক্ষোভ থেকেই ইসরায়েলে নতুন জাতীয় নির্বাচন ও গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের কাছে জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনার দাবিও জানানো হয়।

গত বছর ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হয় ইসরায়েলের বর্বরোচিত অভিযান। নির্বিচার এই হামলার পর চলে গেছে ৮ মাস। এরপর থেকে প্রতি সপ্তাহেই ইসরায়েলের প্রায় সবগুলো শহরেই নেতানিয়াহুর সরকার ও যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়ে আসছে। অনেক বিক্ষোভকারী আবার ‘ক্রাইম মিনিস্টার’ ও ‘যুদ্ধ বন্ধ করুন’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভস্থলে জড়ো হয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল, আল জাজিরা

Link copied!