প্রায় ৮৭ শতাংশ ভোট পেয়ে নির্বাচনে সব জয় পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মধ্যেই আগামী মে মাসে চীন সফরে যাচ্ছেন তিনি। পঞ্চম মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এটিই হতে যাচ্ছে বিদেশি ভুখণ্ডে পুতিনের প্রথম সফর।
মঙ্গলবার (১৯ মার্চ) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের নিরঙ্কুশ বিজয়ে গতকাল সোমবার পশ্চিমারা পুতিনের পুনর্নির্বাচনকে ‘অন্যায্য’ ও ‘অগণতান্ত্রিক’ বলে নিন্দা করেছে। তবে চীন, ভারত ও উত্তর কোরিয়া তাকে অভিনন্দন জানিয়েছে।
মে মাসে পুতিন চীন সফর করবেন বলে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে। অন্য একটি সূত্র জানিয়েছে, পুতিনের চীন সফর সম্ভবত মে মাসের দ্বিতীয়ার্ধে হবে। দুটি সূত্র জানিয়েছে, পুতিনের সফর শি জিনপিংয়ের ইউরোপ সফরের আগে হবে।
রয়টার্সের প্রতিবেদন সম্পর্কে ক্রেমলিনকে প্রশ্ন করা হলে তারা জানায়, পুতিনের সফরের তথ্য সম্ভাব্য তারিখের কাছাকাছি সময়ে প্রকাশ করা হবে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিনের আরও কয়েকটি দেশে সফরের কথা জানিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এ মুহূর্তে প্রেসিডেন্টের বেশ কয়েকটি বিদেশ সফর এবং বেশ কয়েকটি উচ্চপর্যায়ের যোগাযোগের প্রস্তুতি চলছে।’