দুই সপ্তাহ পর ত্রাণ ঢুকল গাজায়

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২১, ২০২৩, ০২:৫৩ পিএম

দুই সপ্তাহ পর ত্রাণ ঢুকল গাজায়

শনিবার ক্রসিংটি খুলে দেওয়ার পরপর ট্রাকগুলো গাজায় ঢুকতে শুরু করে।

টানা দু’সপ্তাহের অবরোধে আটকে থাকার পর অবশেষে রাফাহ ক্রসিং দিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশ করেছে ত্রাণ পণ্যবাহী ট্রাক। এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

শনিবার ক্রসিংটি খুলে দেওয়ার পরপর ট্রাকগুলো গাজায় ঢুকতে শুরু করে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের ভিডিওতে এই চিত্র দেখা গেছে।  সেখানে কাজ করছেন জাতিসংঘ ও রেড ক্রিসেন্টের কর্মীরা।

ইসরায়েলের হামলা ও অবরোধে খাবার, পানি, জ্বালানির সঙ্কটে থাকা লাখ লাখ গাজাবাসীর জন্য এ সহায়তাকে ‘সাগরে এক ফোঁটা জল’ হিসেবে তুলনা করেছে গাজায় জাতিসংঘের সাহায্য সংস্থা।

ফিলিস্তিন শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্ম সংস্থার একজন কর্মী জুলিয়েট তোমা বলেছেন, মানবিক সাহায্যের একটি টেকসই প্রবাহ হওয়া দরকার। তিনি বলেছেন, ‘গাজার বেসামরিক নাগরিকদের সত্যিই যা প্রয়োজন তা হলো, টেকসই এবং অবিচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশের অনুমতি। বিশেষ করে পানি এবং স্টেশনগুলোর জন্য জ্বালানি।’

তোমা আরো বলেছেন, ‘পানির পাম্পগুলোর জন্য জ্বালানি অপরিহার্য। গাজায় পানি শেষ হয়ে যাচ্ছে। কিছু জায়গায় পানি পুরোপুরি ফুরিয়ে গেছে।’ দিন প্রতি গাজায় পানির প্রয়োজন ১০০ লিটার।

দুই সপ্তাহ ধরে চলা গাজায় ইসরাইলের নির্বিচার হামলায় ৪ হাজার ১৩৭ জন নিহত হয়েছেন। ১৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ১ হাজার ৫২৪, নারী ১ হাজারের বেশি। তাদের মধ্যে রয়েছেন ১১ সাংবাদিকও। এ ছাড়া পশ্চিমতীরে ইসরাইলের হামলায় শুক্রবার ৫ শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন।

Link copied!