মালয়েশিয়ান এক ব্যবসায়ী ফ্রান্সে বেড়াতে গিয়েছিলেন। উঠেছিলেন প্যারিসের বিলাসবহুল হোটেল রিৎজে। গত শুক্রবার কেনাকাটা করতে বাইরে বের হয়েছিলেন তিনি। এসে দেখেন, হোটেলকক্ষের টেবিলে রাখা ৮ কোটি ৯০ লাখ টাকার আংটি উধাও।
এ ঘটনায় পুলিশের কাছে চুরির অভিযোগ করেন তিনি। অবশেষে হোটেলের ভ্যাকুয়াম ক্লিনারে পাওয়া গেছে হারিয়ে যাওয়া সেই আংটি।
ফ্রান্সের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রিৎজ হোটেলের নিরাপত্তাকর্মীরা একটি ভ্যাকুয়াম ব্যাগের ধুলার মধ্যে আংটি খুঁজে পেয়েছেন। তবে এর আগেই গত শুক্রবার ওই নারী অতিথি যুক্তরাজ্যের লন্ডনে বেড়াতে চলে যান। এখন আংটি নিতে প্যারিসে আসবেন তিনি।
এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য রিৎজ কর্তৃপক্ষ ওই নারীকে তিন রাত বিনা মূল্যে হোটেলে থাকার প্রস্তাব দিয়েছে। যদিও এই প্রস্তাবে তিনি রাজি হবেন না বলে মনে করা হচ্ছে।
আংটি খুঁজে পাওয়ায় নিরাপত্তাকর্মীদের ধন্যবাদ জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা বলেছে, ‘আজ সকালেই (রবিবার) আংটি পাওয়া গেছে। এটি খুঁজে বের করতে প্রতিদিন নিষ্ঠা ও পেশাদারত্বের সাথে রিৎজের কর্মীরা কাজ করেছেন। এ জন্য আমরা তাঁদের ধন্যবাদ জানাই।’
মালয়েশিয়ান ব্যবসায়ী পুলিশের কাছে অভিযোগ করেন, গত শুক্রবার কয়েক ঘণ্টার জন্য কেনাকাটা করতে যান। যাওয়ার আগে তাঁর কক্ষের টেবিলের ওপর আংটিটি রেখে যান। হোটেলে ফিরে দেখেন, সেটি নেই।
রিৎজ হোটেল থেকে গয়না হারিয়ে যাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। ২০১৮ সালে হোটেলটির ভেতরে অবস্থিত একটি গয়নার দোকান থেকে ৪৭ কোটি টাকার পণ্য নিয়ে গিয়েছিল পাঁচজন সশস্ত্র ডাকাত।
ওই বছরের শেষ দিকে হোটেলের একটি কক্ষ থেকে সৌদি আরবের রাজপরিবারের একজন সদস্যের কয়েক হাজার পাউন্ডের গয়না চুরি হয়েছিল বলে অভিযোগ ওঠে।