‘সবজির বাক্স’ ভেবে মানুষকে চেপে ধরলো রোবট; ফলাফল মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ৯, ২০২৩, ১১:৫৮ এএম

‘সবজির বাক্স’  ভেবে মানুষকে চেপে ধরলো রোবট; ফলাফল মৃত্যু

রূপক ছবি

‘সবজির বাক্স’ ভেবে একজন মানুষকে চেপে মেরে ফেলেছে একটি রোবট। গোলমরিচের বাক্স তোলা ও তা নির্দিষ্ট জায়গায় রাখার কাজে ব্যবহারের জন্য আনা হয়েছিল রোবটটি। দক্ষিণ কোরিয়ার জাইওনস্যাং অঙ্গরাজ্যের এক প্ল্যান্টে এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ ঘটনাটি জানা যায়।

ওই কর্মী রোবটটির সেন্সর পরীক্ষা করছিলেন। সে সময় তাকে ‘সবজির বাক্স’ ভেবে চেপে ধরে রোবটটি। কনভেয়ার বেল্টের ওপর চেপে ধরায় ওই ব্যক্তির মুখ ও বুকে আঘাত লাগে। উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে চল্লিশোর্ধ্ব ওই ব্যক্তির মৃত্যু হয়।

পুলিশ জানায়, বুধবার (৮ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার জাইওনস্যাং অঙ্গরাজ্যের গোলমরিচ বাছাইয়ের এক প্ল্যান্টে রোবটটি পরীক্ষামূলকভাবে চালানো হয়। সেদিন রাতে রোবট প্রস্তুতকারক কোম্পানির ওই কর্মী ত্রুটিপূর্ণ যন্ত্রগুলো পরীক্ষা করতে যান।

এদিকে, এমন ঘটনার পর এক বিবৃতিতে নিরাপত্তায় জোর দেয়ার আহ্বান জানিয়েছে প্ল্যান্টের মালিক ডংগোসেওং এক্সপোর্ট অ্যাগ্রিকালচারাল কমপ্লেক্স কর্তৃপক্ষ।

Link copied!