অক্টোবর ২২, ২০২৩, ১১:২৫ এএম
ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাজা। ছবি: রয়টার্স।
আবারও ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে রাশিয়া। এর আগে যুক্তরাষ্ট্রের বাধার কারণে প্রথমবারের বৈঠক ব্যর্থ হয়।
শনিবার বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ তথ্য জানায় সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া।
টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘে রুশ উপ-স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি সোলোভিয়ভ বলেন, রাশিয়া চায় গাজার মানবিক পরিস্থিতি এবং ইসরায়েল ও হামাস যুদ্ধ নিয়ে নিরাপত্তা পরিষদ আরেকটি বৈঠক করুক।
এর আগে গত সোমবার ইসরায়েলের গোলায় বিধ্বস্ত গাজায় যুদ্ধ বন্ধে মস্কোর উদ্যোগ ব্যর্থ হয়। যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে যে প্রস্তাব তোলা হয় যুক্তরাষ্ট্র তাতে ভেটো দেয়। প্রস্তাবে হামাসের কথা উল্লেখ না থাকায় যুক্তরাষ্ট্র এর সমালোচনা করে।
দিমিত্রি পলিয়ানস্কি বলেন, `আমরা আবারও নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছি। অবস্থা এমন দাঁড়িয়েছে যে আমাদেরই বারবার এই কাজটি করতে হচ্ছে।`
তবে রাশিয়া কবে এই বৈঠক ডেকেছে সে সম্পর্কে রুশ প্রতিনিধি কিছু বলেননি।
শান্তি আলোচনা শুরু আহ্বান জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাামিন নেতানিয়াহু এবং ইরান ও আরব নেতাদের সাথে টেলিফোনে কথা বলেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অন্যদিকে ইরানের সাথে রাশিয়ার সম্পর্ক ক্রমাগত জোরালো হওয়ায় দীর্ঘদিনের বন্ধু ইসরায়েলের সাথে সম্পর্ক জটিল হয়ে পড়েছে।