বিশ্বে সবচেয়ে বেশি সাইবার অপরাধ সংঘটিত হয়ে থাকে রাশিয়ায়। জার্নাল প্লস ওয়ানের সূচকে দেশটির স্কোর ৫৮ দশমিক ৩৯।
গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো এই সূচক প্রকাশ করা হয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েরর আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি দল এই গবেষণা করেছে। সূচকে ১০ নম্বরে আছে ভারত।
৩ বছর ধরে এই গবেষণা করা হয়। একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল এই গবেষণা চালিয়েছেন। বিশ্বের দেশগুলোর জাতীয় স্তরে সাইবার অপরাধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসগুলোকে সূচকে চিহ্নিত করে গবেষণাটি প্রকাশ করা হয়।
এই তালিকায় রাশিয়ার পরেই আছে ইউক্রেন ও চীন, ৪ নম্বরে আছে যুক্তরাষ্ট্র। নাইজেরিয়া ও রোমানিয়ার মতো দেশকে পেছনে ফেলে ৮ নম্বরে আছে যুক্তরাজ্য।