গাজায় ২৭ টন ত্রাণ সহায়তা পাঠাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৩, ১১:২৯ পিএম

গাজায় ২৭ টন ত্রাণ সহায়তা পাঠাচ্ছে রাশিয়া

ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাজা। ছবি: রয়টার্স

অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের জন্য ২৭ টন মানবিক ত্রাণ সহায়তা পাঠাচ্ছে রাশিয়া।

বৃহস্পতিবার এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইলিয়া দেনিসভ এক বিবৃতিতে বলেন, ‘মস্কোর কাছাকাছি অবস্থিত রামেনস্কোয়ে বিমানবন্দর থেকে একটি বিশেষ উড়োজাহাজ মিশরের এল-আরিশের উদ্দেশে রওনা হয়েছে। রুশ ত্রাণ সামগ্রীগুলো মিশরের রেড ক্রিসেন্টের কাছে তুলে দেওয়া হবে। তারা এগুলোকে গাজা উপত্যকায় পৌঁছানোর ব্যবস্থা নেবে।‍’

রুশ উপমন্ত্রী দেনিসভ জানান, ত্রাণসামগ্রীতে আছে ‍‍‘আটা-ময়দা, চিনি, চাল ও পাস্তা।‍‍

এর আগে ইসরায়েল গাজায় ত্রাণ পাঠানোর অনুমতি দিলে রাফাহ সীমান্ত খুলে দিতে সম্মত হয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। প্রাথমিকভাবে সর্বোচ্চ ২০টি ত্রাণবাহী ট্রাক গাজায় যেতে পারবে। যা প্রয়োজনের তুলনায় অতি সামান্য।

ইসরায়েল সফররত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যস্থতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাইডেন জানান, শুক্রবার থেকে ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকতে পারবে।

জাতিসংঘ ও আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো বলছে, গাজায় এখন যে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে, তাতে করে এ ২০ ট্রাক ত্রাণসহায়তা দিয়ে ন্যূনতম চাহিদাও পূরণ করা সম্ভব নয়। কারণ, গাজার ১০ লাখ উদ্বাস্তুর জন্য এখন প্রতিদিন অন্তত ১০০ ট্রাক ত্রাণসহায়তার প্রয়োজন।

গাজার শাসকগোষ্ঠী হামাস ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। ওই দিনই বোমা হামলার পাশাপাশি গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে ইসরায়েল। দুই দিন পর পুরোপুরি গাজা অবরোধের ঘোষণা দিয়ে ইসরায়েল সেখানে খাবার, পানি, ওষুধ ও গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।

Link copied!