ইউক্রেনের কাছ থেকে দখল করে নেওয়া দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি অস্থায়ী কারাগারে আটক বিপুলসংখ্যক বন্দির ওপর নির্যাতন ও যৌন সহিংসতা চালাচ্ছে রুশ বাহিনী। মোবাইল জাস্টিস টিম নামে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি দল তাদের সর্বশেষ অনুসন্ধানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞ দল বলছে, রুশ বাহিনীর এহেন কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মোবাইল জাস্টিস টিমের সর্বশেষ প্রতিবেদন বলা হয়, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দলটি খেরসন অঞ্চলের ৩৫টি স্থানে ৩২০টি মামলা এবং সাক্ষীর বিবরণ বিশ্লেষণ করেছে। প্রতিবেদস তৈরিতে অর্থ সরবরাহ করেছে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র।
ভুক্তভোগীদের বরাত দিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ওই দলটি এক বিবৃতিতে জানিয়েছে, কারাগারে থাকা বন্দীদের ৪৩ ভাগই নির্যাতনের কথা উল্লেখ করেছেন। যৌন সহিংসতাকে রাশিয়ান রক্ষীরা একটি সাধারণ কৌশল হিসেবে ব্যবহার করে থাকে বলেও বন্দীরা উল্লেখ করেন।
মোবাইল জাস্টিস টিম জানিয়েছে, কারাগারে বন্দীদের ওপর নির্যাতন ও যৌন সহিংসতা চালানোর দায়ে রুশ অপরাধীদের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচার করা যেতে পারে। যুদ্ধাপরাধের দায়ে এই আদালতই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর গ্রেফতারি পরোয়ানা জারি করে।