যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনছে সৌদি-আমিরাত

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১২, ২০২৪, ০২:২৬ পিএম

যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনছে সৌদি-আমিরাত

সংগৃহীত

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে ২২৫ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। 

পেন্টাগন বলেছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবের কাছে সম্ভাব্য অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে, যার মধ্যে রয়েছে ২২০ এআইএম-নাইন এক্স ব্লক-টু সাইড উইন্ডার ট্যাকটিক্যাল মিসাইল এবং ২৫ কোটি ১৮ লাখ ডলার মূল্যের সংশ্লিষ্ট সরঞ্জাম। প্রায় একই ধরনের অস্ত্র আরব আমিরাতের কাছেও বিক্রি করবে দেশটি। 

এদিকে আমেরিকা ২৫০৩ এজিএম-১১৪আর-থ্রি হেলফায়ার-টু ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য বিক্রয়ও অনুমোদন করেছে। পেন্টাগন বলেছে, "প্রস্তাবিত অস্ত্র বিক্রি চুক্তি সৌদি আরবের বর্তমান এবং ভবিষ্যত হুমকি মোকাবেলার সক্ষমতা বাড়াবে। এ ছাড়া মার্কিন বাহিনী ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোর হাতে থাকা সিস্টেমগুলোর সঙ্গেও আন্তঃকার্যক্ষমতা উন্নত করবে।" 

এই অনুমোদনের বিষয়টি এমন এক সময় সামনে এলো যখন মধ্যপ্রাচ্যে যখন সামরিক উত্তেজনা চরমে। এমনকি যেকোনো সময় ভয়াবহ যুদ্ধও শুরু হতে পারে। আশংকা করা হচ্ছে আগামীয়ে ইরান-ইসরায়েল সংঘাত শুরুর কথা মাথায় রেখেই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আমেরিকার কাছ থেকে নতুন করে এসব অস্ত্র কিনতে যাচ্ছে।

Link copied!