‘শুট-টু-কিল’ পরিকল্পনা করছে ইসরায়েলি সেনারা!

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৭, ২০২৩, ০৭:৪৩ এএম

‘শুট-টু-কিল’ পরিকল্পনা করছে ইসরায়েলি সেনারা!

ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাজা। ছবি: রয়টার্স

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সেই হামলার পর যুদ্ধ ঘোষণা করে এক সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এর মধ্যেই জানা গেল ‘শুট-টু-কিল’ পরিকল্পনা নিয়ে গাজায় যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

আকাশপথে হামলা করে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার পর এবার গাজার ভেতরে প্রবেশ করে স্থল অভিযানের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এমন সময় অভিযানের জন্য প্রস্তুত সেনাদের উদ্দেশে দেওয়া একটি ইসরায়েল কর্তৃপক্ষের একটি নির্দেশনা ফাঁস হয়ে যায়। সেই নির্দেশনায়, গাজায় প্রবেশের পর সেনারা যাকেই সামনে পাবে তাঁকেই গুলি করে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে। 

ইসরায়েলিরা ধারণা করছে, গাজা শহরের মাটির নিচে প্রায় ৫০০ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের গোলকধাঁধায় হামাসের যোদ্ধারা আত্মগোপন করে আছে। তাঁদের খুঁজে বের করার পাশাপাশি বন্দী ১৯৯ ইসরায়েলিকেও উদ্ধার অভিযান চালাবে ইসরায়েলের বাহিনী।

এ অভিযানকালে হামাস যোদ্ধাদের পেতে রাখা বুবি ট্র্যাপ এবং বোমার আঘাতে ইসরায়েলি বাহিনীর হাজার হাজার সেনা যেন পাল্টা আক্রমণের শিকার না হয়—সে জন্যই শুট-টু-কিল নীতি অবলম্বন করা হবে।

জানা গেছে, এই স্থল অভিযানের সময় আকাশ এবং সমুদ্র পথেও হামলা চালাবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। সম্মিলিত এই হামলায় অংশ নেবে ৪ লাখ সেনা।

এই হামলার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ‘যারা আমাদের ধ্বংস করতে চায় সেই সব রক্তপিপাসু দানবদের পরাজিত করতে সেনারা প্রস্তুত। আমরা হামাসকে মাটির সঙ্গে মিশিয়ে দেব।’

বিভিন্ন সূত্র নিউইয়র্ক টাইমসকে জানিয়েছে, স্থল অভিযানে সন্দেহভাজন কাউকে গুলি করার আগে শরীরে তল্লাশি চালানোর নিয়মগুলো সেনাদের জন্য শিথিল করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

ইতিমধ্যে নিহত ফিলিস্তিনির সংখ্যা আড়াই হাজার ছাড়িয়ে গেছে। এই অভিযানের পর মৃতের তালিকা আরও লম্বা হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই।

Link copied!