ইসরায়েলের জন্য বাইডেন প্রশাসনের ‘অন্ধ সমর্থন’র প্রতিবাদে স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২০, ২০২৩, ০৯:৩১ পিএম

ইসরায়েলের জন্য বাইডেন প্রশাসনের ‘অন্ধ সমর্থন’র প্রতিবাদে স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তার পদত্যাগ

প্রতিকী ছবি

হামাসের সঙ্গে চলমান সংঘর্ষে বাইডেন প্রশাসনের ইসরায়েলের প্রতি ‘অন্ধ সমর্থন’র প্রতিবাদে পদত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা জোশ পল।

জোশ পল ১১ বছরেরও বেশি সময় ধরে অধিদপ্তরের রাজনৈতিক-সামরিকবিষয়ক ব্যুরোতে কাজ করেছেন। এই ব্যুরো অন্যান্য দেশগুলোতে মার্কিন অস্ত্র হস্তান্তর তত্ত্বাবধান করে।

গত বুধবার তার দেওয়া পদত্যাগপত্রে তিনি বলেছেন, তার দেশের ইসরায়েলের জন্য প্রাণঘাতী অস্ত্রের ব্যবস্থা করার মতো ‘সাম্প্রতিক কর্মকাণ্ডের’ সঙ্গে একমত হতে না পারায় তিনি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

পল বলেন, তিনি সবার কাছে তার মতামত স্পষ্ট করতে চান। ইসরায়েলের উপর হামাসের আক্রমণ ‘একটি দানবের দানবীয়তা।’

তিনি আরও বলেন, ‘তবে ইসরায়েল যে প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং তার সঙ্গে আমেরিকা যে সমর্থন দিচ্ছে; তা দখলদারিত্ব টিকিয়ে রাখা এবং ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয় দেশের জনগণের জন্য দুর্ভোগ আরও বাড়াবে।’

তিনি লিখেছেন, ‘এই প্রশাসনের প্রতিক্রিয়া এবং কংগ্রেসের সুনিশ্চিত পক্ষপাতিত্ব মূলত রাজনৈতিক সুবিধা, বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব এবং আমলাতান্ত্রিক ব্যবস্থার উপর নির্মিত একটি আবেগপ্রবণ প্রতিক্রিয়া। অর্থাৎ বলা যায়, এটি অত্যন্ত হতাশাজনক ও সম্পূর্ণরূপে নজিরবিহীন।’

তিনি আরও বলেন, ‘বাস্তবতা হলো এক পক্ষের জন্য অন্ধ সমর্থন দীর্ঘমেয়াদে উভয় পক্ষের জনগণের স্বার্থের জন্য ধ্বংসাত্মক।’

জোশ পল বলেন, আমরা বিগত দশকগুলোতে একই ভুলগুলের পুনরাবৃত্তি করছি এবং আমি দীর্ঘ সময়ের জন্য এটির অংশ হতে চাই না।’

পল লিখেছেন, ‘আমি নৈতিকভাবে সংঘর্ষকারী একপক্ষের হাতে আরও অস্ত্র তুলে দেওয়ার মতো পক্ষপাতিত্ব সমর্থন করতে পারি না। আমি বিশ্বাস করি এই ধরনের কাজ অদূরদর্শী, ধ্বংসাত্মক, অন্যায্য এবং আমরা প্রকাশ্যে যে মূল্যবোধগুলোকে সমর্থন করি তার বিপরীত।’

একাধিক মার্কিন গণমাধ্যমের তথ্যানুসারে, স্টেট ডিপার্টমেন্ট পলের পদত্যাগের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

স্টেট ডিপার্টমেন্ট সাংবাদিকদের জানিয়েছেন, তারা কর্মীদের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলোচনা করবে না।

বর্তমান সংঘাতের শুরু থেকেই বাইডেন প্রশাসন তার অবস্থান পরিষ্কার করছে।

বাইডেন বলেছেন, ইসরায়েলের কেবল অধিকারই নয়, আত্মরক্ষার এবং তার জনগণকে রক্ষা করার বাধ্যবাধকতাও রয়েছে।

তার প্রশাসন ইসরায়েলকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার জন্য দেশটির যা যা প্রয়োজন তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

বাইডেন এমনকি প্রতিরোধ হিসেবে ইসরায়েলের কাছাকাছি জলসীমায় দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছে এবং সম্ভবত ইসরায়েলীয় ভূখণ্ডে মোতায়েন করার জন্য প্রায় ২ হাজার সৈন্যকে উচ্চ সতর্কতায় রেখেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইম টাইমে হোয়াইট হাউস থেকে একটি টেলিভিশন ভাষণে বাইডেন জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

বিভিন্ন গণমাধ্যমের তথ্যানুযায়ী, বহুল প্রত্যাশিত বক্তৃতার সময় বাইডেন একটি সম্পূরক ব্যয় বিল পাস করতে কংগ্রেসের কাছে তার প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করবেন বলে ধারণা করা হচ্ছে। যা ইসরায়েলের জন্য জরুরি সহায়তায় ১০ বিলিয়ন মার্কিন ডলার এবং রাশিয়ার সঙ্গে ইউক্রেনের বিরোধের জন্য ৬০ বিলিয়ন ডলার সরবরাহ করবে।

Link copied!