জ্যৈষ্ঠের শেষে সিকিমে ফুলেফেঁপে উঠল তিস্তা

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৩, ২০২৪, ০৩:১১ পিএম

জ্যৈষ্ঠের শেষে সিকিমে ফুলেফেঁপে উঠল তিস্তা

ছবি: সংগৃহীত

জ্যৈষ্ঠের শেষে বর্ষার শুরুতে ফুলেফেঁপে উঠেছে ভারতের সিকিমের পাহাড়ি নদী তিস্তা। লাগাতার বৃষ্টির জেরে সিকিমের মঙ্গন জেলার বিভিন্ন এলাকা বিধ্বস্ত হয়ে পড়েছে। বৃষ্টির কারণে বড়সড় বিপর্যয়ের আভাস দিচ্ছে সেখানকার প্রশাসন।

গতকাল বুধবার রাত থেকে ২২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ অবস্থায় সেখানকার যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মোবাইল নেটওয়ার্কও সেখানে কাজ করছে না। বিশেষ করে দক্ষিণ সিকিমের মেল্লি স্টেডিয়াম তিস্তার পানিতে ডুবে গেছে।

মঙ্গন জেলা প্রশাসন সূত্র জানায়, তিস্তার পানি ফুলেফেঁপে ওঠায় জেলার পাক্ষেপ এলাকায় তিনজনের প্রাণহানি হয়েছে। অম্বিথাং এলাকায় দুজন নিখোঁজ এবং একজন গুরুতর আহত হয়েছেন। গেজিংয়ে তিনটি ও নামপাথাং এলাকায় বহুসংখ্যক বাড়ি ভেঙে গেছে এবং সংকলং এলাকায় একটি সেতুর ভিত নড়ে গেছে। এদিকে লাচুংয়ে অন্তত ১০০ গাড়িতে আটকে পড়েছেন ৮০০ পর্যটক। তীব্র বৃষ্টির কারণে দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। তিস্তা বাজার দিয়ে পেশক বাজার, লামাহাটা জোরবাংলো হয়ে দার্জিলিংয়ে যাওয়ার রাস্তার ওপর দিয়ে তিস্তার পানি বয়ে যাচ্ছে। সব মিলিয়ে এমন পরিস্থিতি দেখা দিয়েছে, যেকোনও সময় বিপর্যয় ঘটে যেতে পারে।

সূত্র: আনন্দবাজার, উত্তরবঙ্গ সংবাদ

Link copied!