ইসরায়েলের অব্যাহত হামলায় গাজাতে পাঁচ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে যাদের মধ্যে দুই হাজারই শিশু। এ অবস্থায়ও মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতির এখনই সঠিক সময় নয়।
সোমবার সাংবাদিকদের সাথে বাক্য বিনিময়কালে এ মন্তব্য করেন মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি।
জন কিরবি বলেন, আমরা মনে করি না যে, এখনই অস্ত্র-বিরতির সময় হয়েছে। ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে। হামাসের নেতাদের খুঁজে বের করতে কাজ করে যেতে হবে।
এর আগে আরেকটি সংবাদ সম্মেলনে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা এখন গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের বিষয়টিই বেশি গুরুত্ব দিচ্ছি।