ওয়াগনার বিদ্রোহের পর এই প্রথম দেখা গেল রুশ জেনারেল সুরোভিকিনকে

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৩, ০৮:৩৪ পিএম

ওয়াগনার বিদ্রোহের পর এই প্রথম দেখা গেল রুশ জেনারেল সুরোভিকিনকে

রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের বিদ্রোহের পর থেকে দেশটির আলোচিত জেনারেল সের্গেই সুরোভিকিনকে জনসমক্ষে দেখা যাচ্ছিল না। তবে দেশটির একজন প্রখ্যাত সাংবাদিক সোমবার দাবি করেছেন, সুরোভিকিন তার বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।

মিডিয়া ব্যক্তিত্ব কেসেনিয়া সোবচাক সোমবার টেলিগ্রামে সুরোভিকিনের একটি ছবি প্রকাশ করেছেন।

ক্যাপশনে লিখেছেন, আজ তোলা সুরোভিকিনের একটি ছবি। তিনি জীবিত, সুস্থ অবস্থায় বাড়িতে আছেন। ওই ছবিতে রোদ চশমা এবং ক্যাপ পরা তিনি। সঙ্গে স্ত্রী আন্না।

এদিকে রাশিয়ার সাংবাদিক আলেক্সাই ভেনেদিকতোভ টেলিগ্রামে লিখেছেন, জেনারেল সুরোভিকিন পরিবারের সঙ্গে নিজের বাড়িতেই আছেন। তিনি ছুটিতে আছেন। প্রতিক্ষা মন্ত্রণালয়েই দায়িত্ব বহাল আছেন।

জুনের ২৩ তারিখে প্রিগোজিন পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। ওই বিদ্রোহে সের্গেই সুরোভিকিন প্রিগোজিনকে সমর্থন দিয়েছিলেন বলে জানা যায়।

প্রিগোজিন দুর্ঘটনায় নিহতের আগের দিন পর্যন্ত সুরোভিকিন ছিলেন রাশিয়ার বিমান বাহিনীর প্রধান। কিন্তু ২২ আগস্ট তাকে বিমান বাহিনীর প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরদিন প্রিগোজিন সহযোগীসহ মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে ফেরার সময় বিমান দুর্ঘটনায় নিহত হন।

Link copied!