যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের রানিং মেট হিসেবে টিম ওয়ালজের নাম ঘোষণা করেছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস।
মঙ্গলবার (৬ আগস্ট) রানিং মেট হিসেবে তার নাম ঘোষণা করেন কমলা। উল্লেখ্য, রানিং মেট বলতে ভাইস প্রেসিডেন্টকে বুঝায়।
টিম ওয়ালজ বর্তমানে দেশটির মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন।
জো বাইডেনের অধীনে কমলা হ্যারিস এখন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। খবরে বলা হয়েছে, আসন্ন মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে এবং পার্টির পক্ষে লড়াইয়ের নেতৃত্ব দিতে রানিং মেট হিসেবে টিম ওয়ালজের নাম ঘোষণা করেছেন তিনি।
আগামী ৫ নভেম্বরের নির্বাচনে প্রার্থিতার দৌড় থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর সামনে চলে আসে কমলার নাম। ডেমোক্রেটিক দল থেকে প্রার্থী হতে এরই মধ্যে প্রয়োজনীয় প্রতিনিধির সমর্থন পেয়েছেন তিনি।