সিলিন্ডার নিয়ে সফর; চলন্ত ট্রেনে আগুনে নিভে গেল ৯ যাত্রীর প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৬, ২০২৩, ১০:১৯ এএম

সিলিন্ডার নিয়ে সফর; চলন্ত ট্রেনে আগুনে নিভে গেল ৯ যাত্রীর প্রাণ

সংগৃহীত ছবি

ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যের মাদুরাই স্টেশনের কাছে একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লাগার ঘটনায় দগ্ধ হয়ে অন্তত ৯ জন যাত্রী মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। স্থানীয় রেলওয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সময় শনিবার ভোর রাতের দিকে মাদুরাই স্টেশনের কাছে ট্রেনটির প্যান্ট্রি কারে আগুন লাগে। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি’র ওই বিশেষ ট্রেনটি তিরুপতি-রামেশ্বর থেকে কন্যাকুমারীর দিকে যাচ্ছিল। আগুনে ঝলসে যাত্রীদের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের সবাই উত্তর প্রদেরে বাসিন্দা বলে জানা গেছে।

সাদার্ন রেলওয়ে কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯বাংলা ডট কম এর প্রতিবেদনে বলা হয়, ব্যক্তিগত এক অনুষ্ঠান উদযাপনের জন্য লখনউ থেকে ট্রেনের একটি কামরা ভাড়া নিয়েছিলেন পর্যটকরা। মাদুরাই স্টেশনের রেল ইয়ার্ডে দাঁড়িয়ে থাকাকালীন শনিবার ভোর সোয়া ৫টা নাগাদ ওই কামরায় আগুন লেগে যায়। রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, বেআইনিভাবে এলপিজি সিলিন্ডার নিয়ে সফর করছিলেন যাত্রীরা। সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়।  

আইএএনএস-এর (INS) রিপোর্ট অনুয়ায়ি, মৃতদের মধ্যে ছয়জন উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে। ট্রেনটির ওই ক্ষতিগ্রস্ত কোচে ৫৫ জন যাত্রী ছিলেন। দক্ষিণ রেলওয়ের জানিয়েছে, একটি কোচের যাত্রীরা অবৈধভাবে  গ্যাস সিলিন্ডার ব্যবহার করাতেই এই বিপত্তি।  মাদুরাই দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় যাত্রীদের সবাই ঘুমে আচ্ছন্ন ছিলেন। ট্রেনটি মাদুরাই স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে থাকাবস্থায় ট্রেনের একটি কামরায় অঅগুন ধরে যায়। পরে আশপাশের আরও দুটি বগিতে ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আগুন লাগার খবর পাওয়া মাত্রই মাদুরাই স্টেশন থেকে উদ্ধারকারী একটি দল ছুটে যায় ঘটনাস্থলে। আহতদের উদ্ধার করে মাদুরাইয়ের রেলওয়ে হাসপাতালে ভর্তি হরা হয়েছে। 

Link copied!