যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবার ‘কাপুরুষ’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। তার ভাষ্য, ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বীকে সবসময় ছোট করতে চান।
রোববার (১৯ আগস্ট) যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারে ডোনাল্ড ট্রাম্পের নাম মুখে না এনে এসব কথা বলেন তিনি।
ডেমোক্রেটিক দলের এই প্রেসিডেন্ট প্রার্থী বলেন, “বেশ কয়েক বছর ধরে এই ধরনের বিকৃত ঘটনা ঘটেছে। একজন নেতার শক্তির পরিমাপ হচ্ছে, আপনি কাকে পরাজিত করেছেন তার ওপর ভিত্তি করে। তবে আমরা জানি যে একজন নেতার শক্তির আসল পরিমাপ হলো, আপনি কাকে ওপরে তুলেছেন তার ওপর ভিত্তি করে। যারা কোনও মানুষকে ছোট করতে চায় তারা কাপুরুষ।”
এর আগে এই পেনসিলভানিয়াতেই নির্বাচনী প্রচারে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “কমলার চেয়ে আমার চেহারা সুন্দর।”
এ ছাড়া কমলা হ্যারিসকে ‘পাগল’ বলেও অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট। পাশাপাশি কমলার জাতিগত পরিচয় নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প।
আগামী নভেম্বরে মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারতীয় বংশদ্ভুত কমলা এই নির্বাচনে জয় পেলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার শিকাগোতে ডেমোক্র্যাটদের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখানে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দলটির আনুষ্ঠানিক মনোনয়ন পাবেন কমলা হ্যারিস।
সূত্র: ফক্স নিউজ