নেদারল্যান্ডসের রটারডাম শহরের একটি বাড়ি ও একটি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে বন্দুকধারীর গুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রটারডামের ইরাসমাস মেডিকেল সেন্টারে গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারের এ ঘটনার কতজন আহত হয়েছে তা স্পষ্ট নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে পুলিশ বলেছে, ‘রটারডামে দুটি গুলিবর্ষণের ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। আমরা প্রথমে পরিবার ও আত্মীয়দের জানাব এবং পরে বিস্তারিত জানাব।’
এ ঘটনায় একজন ৩২ বছর বয়সীকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মেডিকেল সেন্টারের হেলিপ্যাডের নীচে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, এ হামলায় দ্বিতীয় কোনো বন্দুকধারীর অংশ নেওয়ার প্রমাণ মেলেনি।