ইসরায়েলে থাড মোতায়েন করল যুক্তরাষ্ট্র

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২১, ২০২৪, ১০:২৫ এএম

ইসরায়েলে থাড মোতায়েন করল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ইসরায়েলে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা টার্মিনাল হাই-অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) মোতায়েন করেছে মার্কিন সামরিক বাহিনী।

সোমবার (২১ অক্টোবর) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

থাড যুক্তরাষ্ট্রের বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এখন এটি ইসরায়েলে মোতায়েন করল যুক্তরাষ্ট্র।

সোমবার ইউক্রেন সফরের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অস্টিন বলেন, থাড সিস্টেম (ইসরায়েলের) জায়গা মতো আছে। তবে এটি এখন চালু কিনা তা বলতে অস্বীকার করেছেন তিনি। যদিও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমাদের খুব দ্রুত এটি কার্যকর করার সক্ষমতা রয়েছে এবং আমরা আমাদের প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে চলছি।

আরও পড়ুন: গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানোর আহ্বান যুক্তরাষ্ট্রের

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে রক্ষায় এই উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং তা চালাতে ১০০ মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দেন।

তবে ইসরায়েলের নিজস্ব সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও কোনো ধরনের মহড়া ছাড়া ইসরায়েলে মার্কিন সামরিক বাহিনী মোতায়েন খুবই বিরল। সাম্প্রতিক সময়ে মার্কিন সেনারা যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান থেকে ইরানের আক্রমণের সময় ইসরায়েলের প্রতিরক্ষায় সহায়তা করেছে। তবে তাদের কখনো ইসরায়েলে মোতায়েন করা হয়নি।

গত ১ অক্টোবর ইসরায়েলে ১৮০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এখন ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে তেল আবিব। যদিও মার্কিন কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র গোপনে ইসরায়েলকে তার জবাব যথাযথভাবে সমন্বিত করতে অনুরোধ করছে, যাতে মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর যুদ্ধ শুরু না হয়। বাইডেন প্রকাশ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার বিরোধিতা করেছেন এবং ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Link copied!