আগস্ট ২৭, ২০২৫, ০৫:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার এই ঘোষণা দেন তিনি। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জানান, রুশ প্রেসিডেন্ট পুতিন যদি যুদ্ধবিরতিতে রাজি না হন তবে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত তিনি।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, সেইসাথে আবারও গুরুতর পরিণতির বিষয়ে মস্কোকে সতর্ক করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, আমেরিকা ইউক্রেন যুদ্ধের অবসান চায়, তবে বিশ্বযুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা বা আগ্রহ তাদের নেই।
এ কারণেই রাশিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বদলে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা বিবেচনা করা হচ্ছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
গত ১৫ আগস্ট আলস্কায় বৈঠক করেন ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিন। বৈঠকে ইউক্রেন ইস্যুতে কোনো চুক্তি করেননি দুই নেতা। এরপর থেকে আবারও রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যদি আলোচনায় না বসেন, তবে এর পরিণতি গুরুতর হবে। একইসঙ্গে ট্রাম্প দাবি করেছেন, তিনি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ শুরুই হতো না। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘যদি তারা বৈঠকে না বসে, তাহলে এর ভয়াবহ পরিণতি হবে। এই যুদ্ধ কখনোই শুরু হতো না যদি আমি প্রেসিডেন্ট থাকতাম। আগামী এক-দুই সপ্তাহের মধ্যে দেখা যাবে কী ঘটে।’
গত সপ্তাহেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। সেই সময় তিনি মস্কোর বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা বা শুল্ক আরোপের কথা বলেন। এছাড়াও ট্রাম্প জানান, তিনি কিয়েভকে জানিয়ে দিতে পারেন যে এটা ওয়াশিংটনের যুদ্ধ নয়।