৮ আরোহী নিয়ে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৩, ০৭:০৫ পিএম

৮ আরোহী নিয়ে  মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

ছবি: সংগৃহীত

মার্কিন বিমানবাহিনীর একটি ওস্প্রে ভি-২২ সামরিক বিমান জাপানের ইয়াকুশিমা দ্বীপের কাছে সাগরে বিধ্বস্ত হয়েছে। এতে আটজন আরোহী ছিলেন বলে জানিয়েছে জাপানের কোস্টগার্ড।

আটজন আরোহীর মধ্যে একজনকে পাওয়া গেলেও তার তবে তাদের অবস্থা স্পষ্ট নয়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে ইয়াকুশিমার কাছে ।

কাগোশিমা প্রশাসনিক অঞ্চলের ইয়াকুশিমা জাপানের কিউশু দ্বীপের দক্ষিণে অবস্থিত।

জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে বলছে, সিভি–২২ ওস্প্রে নামে এয়ারক্র্যাফটটি ইয়ামাগুচি অঞ্চলের ইওয়াকুনি ঘাঁটি থেকে ওকিনাওয়ার কাদেনা ঘাঁটির দিকে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। জরুরি কারণে ইয়াকুশিমা বিমানবন্দরে অবতরণের চেষ্টার সময় সেটার বাম ইঞ্জিনে আগুন ধরে যায়। ইতিমধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

ওস্প্রে হলো এমন একধরনের উড়োজাহাজ যা হেলিকপ্টার ও টার্বোপ্রপ হিসেবে কাজ করে। গত কয়েক বছরে এ ধরনের বিমান বেশ কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছে।

গত আগস্টে সামরিক মহড়ার সময় আরেকটি ওস্প্রে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয়। এতে উড়োজাহাজে থাকা ২৩ জনের মধ্যে তিন মার্কিন নৌবাহিনীর সদস্যের মৃত্যু হয়।  

২০১৭ সালেও ওস্প্রে দুর্ঘটনায় তিন নৌবাহিনীর সদস্যের মৃত্যু হয়েছিল। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের উপকূলে অবতরণের চেষ্টা করার সময় ওস্প্রেটি বিধ্বস্ত হয়।

Link copied!