ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠক সৌদি আরবে

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৬:০৪ পিএম

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠক সৌদি আরবে

ছবি: সংগৃহীত

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের উপায় নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আলোচনায় অংশ নিচ্ছেন। মার্কিন প্রশাসনের আরও কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তাও আছেন আলোচনার টেবিলে। তবে ইউক্রেনের পক্ষে কাউকে এই আলোচনায় দেখা যায়নি।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই বৈঠকের মানে যুদ্ধ বন্ধের আলোচনা শুরু নয়। বরং যুক্তরাষ্ট্র দেখতে চায় যুদ্ধের ইতি টানার বিষয়ে রাশিয়া কতটা আন্তরিক।

এদিকে রাশিয়া বলছে, এই বৈঠক হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একটি প্রক্রিয়া।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকের প্রস্তুতি হিসেবেও বিবেচনা করা হচ্ছে এই আলোচনাকে।

এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার এই বৈঠকের ঘোষণা আসার পরই ইউরোপীয় নেতারা প্যারিসে পৃথক এক বৈঠক করেছেন। সেখানে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার বলেছেন, ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার পর দরকার হলে তিনি দেশটিতে সেনা পাঠাতে রাজি আছেন।

তবে জার্মানি এই প্রস্তাবকে ‘অসঙ্গত’ বলে উল্লেখ করেছে।

Link copied!