সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমণে তেহরানকে একটি প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। বুধবার ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার কাছে ড্রোন বিক্রি বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওই ইরানি কর্মকর্তা জানান, ওয়াশিংটনের প্রস্তাব হলো- তেহরান যদি তাদের সাথে উত্তেজনা প্রশমন করতে চায় এবং অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চায় তাহলে রাশিয়ার কাছে ড্রোন বিক্রি বন্ধ করতে হবে।
তবে এবিষয়ে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে বার্তাসংস্থা রয়টার্সকে দুপক্ষই কোনো মন্তব্য করেনি।
সম্প্রতি ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধে ড্রোনের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রায় প্রতিদিনই ইউক্রেনের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। রুশ বাহিনীকে বেশিরভাগ ড্রোন যোগান দিচ্ছে ইরান। ইরানি ড্রোন ব্যবহার করে ইউক্রেনের সেনাবাহিনীর শক্তি অনেকটাই দুর্বল করে দিয়েছে রুশ বাহিনী।