জান্তা রুখতে সুন্দরীর হাতে অস্ত্র

তিথি চক্রবর্তী

ফেব্রুয়ারি ১২, ২০২৪, ০১:২৭ পিএম

জান্তা রুখতে সুন্দরীর হাতে অস্ত্র

মিয়ানমারের সাবেক বিউটি কুইন হতার হতেত হতেত। সংগৃহীত ছবি

অনেক বিশ্লেষকের মতে, ‘মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির চেয়ে বেশি পুরনো’। কথাটির যৌক্তিকতা সহজেই অনুভব করা যায়। মিয়ানমারের সামরিক বাহিনী ১৯৪৮ সালে দেশটির স্বাধীনতার পর থেকেই বেশির ভাগ সময়ে রাজনৈতিক ক্ষেত্রে আধিপত্য বজায় রেখে আসছে। এমনকি ১৯৯০ এবং ২০০০-এর দশকে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও সামরিক জেনারেলদের উপর তেমন প্রভাব ফেলতে পারেনি।

দেশটির সামরিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সোচ্চার হয়েছেন খ্যাতিমান অনেকেই। এর মধ্যে অন্যতম মিয়ানমার থেকে প্রথম গ্র্যান্ড ইন্টারন্যাশনাল সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া সাবেক বিউটি কুইন হতার হতেত হতেত।  দেশটির সামরিক সরকারের বিরুদ্ধে সংগ্রামের অংশ হিসেবে হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র।

মিয়ানমারের সাবেক এই বিউটি কুইন সামরিক বাহিনীর ক্ষমতা দখলের ১০০তম দিনে কাঁধে অ্যাসল্ট রাইফেল নিয়ে একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন।

তিনি ২০১৩ সালে থাইল্যান্ডে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় ৬০টি দেশের সুন্দরীদের সঙ্গে অংশ নিয়েছিলেন।

হতার হতেত হতেত ফেসবুক পোস্টে লিখেছেন, ‘প্রত্যাঘাতের সময় এসেছে। আপনি হাতে যাই নিন না কেন— অস্ত্র, কলম, কিবোর্ড অথবা গণতন্ত্রকামীদের জন্যে অনুদানের অর্থ। বিপ্লবকে সফল করতে সবাইকে তাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।’

তিনি আরও লিখেছেন, ‘আমি যতটা পারি সংগ্রাম করে যাব। আমি সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। এমনকি, নিজের জীবন দিতেও প্রস্তুত আছি।’

চে গুয়েভারাকে উদ্ধৃত করে টুইটারে লিখেছেন, ‘বিপ্লব আপেল নয় যে পাকার পর আপনা-আপনি পড়ে যাবে। একে পাড়ার ব্যবস্থা করতে হবে।’

‘আমরা অবশ্যই জয়ী হবো,’ বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

সংবাদমাধ্যম সাউথ এশিয়া ভিউজ জানিয়েছে, হতার হতেত হতেত জিমন্যাস্টিকস কোচ ছিলেন। পরে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে মিয়ানমারের সীমান্ত এলাকায় জাতিগত সশস্ত্র বিদ্রোহীদের দলে যোগ দেন।

তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘সামরিক বাহিনীর গুলিতে মিয়ানমারে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন… দয়া করে আমাদের রক্ষা করুন।’

তিনি ফেসবুকে লিখেছেন, ‘আমাদের মিয়ানমারের জনগণ গণতন্ত্রের জন্যে রাস্তায় নেমেছেন। মিয়ানমারের প্রতিনিধি হিসেবে আমি যুদ্ধ-সংঘাত বন্ধের বাণী নিয়ে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের মঞ্চে হাঁটবো।’

এর আগে সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে দাঁড়িয়ে আরেক মিস গ্র্যান্ড মিয়ানমার হান লে তাঁর দেশের সেনাবাহিনীর নৃশংসতার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন। সহিংসতার শিকার মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান তিনি।

সম্প্রতি মিয়ানমারে বাংলাদেশ সীমান্ত-ঘেঁষা এলাকায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে দেশটির সেনাবাহিনীর যুদ্ধ ভয়াবহ রূপ নিয়েছে। এতদিন এই যুদ্ধকে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় বলা হলেও সীমান্ত পাড়ি দিয়ে সে দেশের একের পর এক সীমান্তরক্ষী বা সেনা সদস্যর অনুপ্রবেশের ঘটনায় উদ্বেগ বাড়ছে বাংলাদেশেও।

চলতি বছরের জানুয়ারির শেষ দিকে বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন ও আরাকান রাজ্যেও যুদ্ধ-পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।

Link copied!