ভিয়েতনামে সফরে পুতিন, যুক্তরাষ্ট্রের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২০, ২০২৪, ০৫:২৪ পিএম

ভিয়েতনামে সফরে পুতিন, যুক্তরাষ্ট্রের নিন্দা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ভিয়েতনামের প্রেসিডেন্ট তো ল্যামের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (২০ জুন) দেশটির রাজধানী হ্যানইয়ে এক বৈঠকে তারা উভয়ে ঐক্যমতে পৌঁছান, নিজেদের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে চান তারা। এদিকে ভিয়েতনামে পুতিনের এই সফরকে ভালোভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইউক্রেনে আগ্রাসন চালানোকে বাহবা দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভিয়েতনামে স্বাগত জানানোর নিন্দা জানিয়েছে দেশটি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ভিয়েতনামের সম্পর্কের বেশ অগ্রগতি রয়েছে।

বৈঠকে সম্প্রতি নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানান ভিয়েতনামের প্রেসিডেন্ট তো ল্যাম। জবাবে রুশ প্রেসিডেন্ট বলেন, “দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার রাশিয়ার অন্যতম অগ্রাধিকার।”

উত্তর কোরিয়ার পর ভিয়েতনামে পুতিনের সফরকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ভিয়েতনামের প্রতি এটা কূটনৈতিক সহযোগিতার বহিঃপ্রকাশ। লালগালিচা সংবর্ধনা দিয়ে দেশটির প্রেসিডেন্ট ল্যাম পুতিনকে বলেন, “সাম্প্রতিক নির্বাচনে ব্যাপক জনসমর্থন লাভের জন্য কমরেডকে অভিনন্দন।”

এদিন উত্তর কোরিয়া থেকে রাষ্ট্রীয় সফরে ভিয়েতনামের রাজধানী হ্যানইয়ে পৌঁছান ভ্লাদিমির পুতিন। দেশটিতে রুশ নেতার পঞ্চম সফর এটি। চলতি সফরে তার সঙ্গে একটি উচ্চপর্যায়ের রুশ প্রতিনিধি দল রয়েছে। তারা ভিয়েতনামের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি

Link copied!