সীমান্তে দেয়াল তৈরি করে কি করছে উত্তর কোরিয়া?

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২১, ২০২৪, ০৬:৩৮ পিএম

সীমান্তে দেয়াল তৈরি করে  কি করছে উত্তর কোরিয়া?

দক্ষিণ কোরিয়া সীমান্ত সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি স্থানে উত্তর কোরিয়ার কিছু স্থাপনা নির্মাণের ছবি স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে। ধারণা করা হচ্ছে, সীমান্তে দেয়াল কিংবা শক্তিশালী দুর্গ তৈরি করছে উত্তর কোরিয়া। বিবিসি নিশ্চিত করেছে, সীমান্তের কাছাকাছি বেশ কিছু জায়গা এর মধ্যেই পরিষ্কার করা হয়েছে।

পিয়ংইয়ং কর্তৃপক্ষের এহেন আচরণ দক্ষিণ কোরিয়ার সঙ্গে দীর্ঘকালীন যুদ্ধবিরতির লঙ্ঘন বলে মনে করছেন বিশ্লেষকরা। উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্তে ৪ কিলোমিটার নিরাপদ অঞ্চলকে নিরস্ত্রীকৃত এলাকা ধরা হয়। যা ১৯৫৩ সালের ২৭ জুলাই জাতিসংঘের মধ্যস্থতায় স্বাক্ষরিত পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ের ইতিহাসে সমধিক পরিচিত।

উত্তর কোরিয়ার এই সাম্প্রতিক কার্যকলাপকে ‘অস্বাভাবিক’ বলে অভিমত দিয়েছেন বিশেষজ্ঞরা। কেননা উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই খবর সামনে এলো।

স্যাটেলাইট ছবিগুলোতে দেখা গেছে, সীমান্তের পূর্ব প্রান্তের উপকণ্ঠে প্রায় ১ কিলোমিটার জুড়ে তিনটি জায়গায় নিরস্ত্রীকৃত এলাকার দেয়ালের মতো স্থাপনা তোলা হয়েছে। যা শক্তিশালী দুর্গের অনুরূপ। সীমান্তের অপরাপর অংশে এই ধরনের স্থাপনা নির্মাণে হয়েছে কিনা সেই সন্দেহও নেহায়েত উড়িয়ে দেওয়ার মতো নয়।

সূত্র: বিবিসি

Link copied!