ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকা বিক্ষোভে-সমাবেশে প্রায় অচল হয়ে পড়েছে দেশটির রাজধানী ইসলামাবাদ।
ইসলামাবাদ অভিমুখী জনস্রোতে অংশ নিয়েছেন পাকিস্তানের বিরোধী দলীয় নেতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবি নিজেও। সব বাধা ও হুঁশিয়ারি উপেক্ষা করে বুশরা বিবি ইসলামাবাদের ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত ডি-চক এলাকায় বিক্ষোভ করার অবস্থানে অনড় রয়েছেন।
এর আগে বুশরা বিবি ঘোষণা দিয়েছিলেন, ‘খানকে (ইমরান খান) ফিরিয়ে নিয়ে যেতে আমরা এখানে এসেছি। ইমরান খানকে নিয়েই ফিরব।’
যদিও নিরাপত্তাঝুঁকি বিবেচনায় নিয়ে সংবিধানের ২৪৫ ধারা সক্রিয় করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে ইসলামাবাদে।
বিক্ষোভকারীদের সতর্ক করে দিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি বলেন, ইসলামাবাদের ‘রেড জোনে’ প্রবেশ করলে ইমরানের সমর্থকদের গ্রেপ্তার করা হবে।
কে এই বুশরা বিবি?
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বিশ্বকাপ ক্রিকেট জয়ী অধিনায়ক ইমরান খানকে বিয়ে করার আগে বুশরা বিবি পরিচিত ছিলেন বুশরা বিবি মানেকা হিসেবে। ইমরান খানকে বিয়ের আগে দেশটির সুপরিচিত এক রাজনীতিবিদের ছেলে খাওয়ার মানেকাকে বিয়ে করেছিলেন বুশরা বিবি। ২০১৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এসময় বুশরার সাবেক স্বামী ‘বিয়েতে প্রতারণা এবং ব্যভিচারের’ অভিযোগ দায়ের করেছিলেন তার বিরিদ্ধে।
ব্যভিচারের অভিযোগ বাতিল করলেও প্রতারণার অভিযোগটি আমলে নেয় আদালত। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, স্বামীর মৃত্যু বা বিবাহ বিচ্ছেদের পর নির্দিষ্ট সময়ের মধ্যে নারীরা আবারো বিয়ে করতে পারেন না। যদিও পিটিআইয়ের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা বলে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ আছে, খাওয়ার মানেকার সাথে বিবাহ বিচ্ছেদের পর নির্ধারিত সময় পূর্ণ হওয়ার আগেই বুশরা বিবি ইমরান খানকে বিয়ে করেন। ব্রিটিশ সমাজকর্মী জেমিমা গোল্ডস্মিথ ও সাংবাদিক রেহাম খানের পর ২০১৮ সালে বুশরা বিবিকে বিয়ে করেন ক্রিকেটের দুনিয়া থেকে রাজনীতিবীদ হয়ে ওঠা ইমরান খান।
পর্যবেক্ষকরা মনে করেন, ইমরান খানের বুশরা বিবিকে বিয়ের পেছনে রাজনৈতিক অভিলাষ যুক্ত ছিলো।
বুশরা বিবি রহস্যময় এক চরিত্র হিসেবে পরিচিত। অনেকে তাকে ‘আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী’ বলে মনে করেন। আধ্যাত্মিক বিষয়ে পরামর্শদাতা হিসেবে তার কিছু অনুসারীও আছে। কেউ কেউ দাবি করেন বুশরা বিবি সুফি ভাবধারার সঙ্গে যুক্ত। যদিও অনেকেই আবার এসব বক্তব্যের সঙ্গে একমত নন।
শোনা যায়, ইমরান খান পাঁচ সন্তানের জননী বুশরা বিবির কাছে ১৩ শতকে নির্মিত এক দরগায় গিয়েছিলেন পরামর্শের জন্য। তখনো বুশরা বিবি তার প্রথম স্বামীর সাথে বৈবাহিক সম্পর্কে ছিলেন। এসময় একদিন বুশরা বিবি স্বপ্নে দেখেন, শুধুমাত্র তাদের বিয়ে হলেই ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারবেন।
এরপর তাদের বিয়ে হলে ছয় মাস পর ইমরান খান সত্যিই দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। যদিও ৪০ বছর বয়সী বুশরা বিবি ২০১৮ সালের অক্টোবরে তার দেয়া একমাত্র টিভি সাক্ষাৎকারে এ বিষয়টি নাকচ করে দেন।
৬ জনের প্রাণহানি
এঘটনায় এখন পর্যন্ত প্রায় ৬ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে চারজন রেঞ্জার ও দুইজন পুলিশ সদস্য। আহত হয়েছেন শতাধিক পুলিশ। আহত ব্যক্তিদের বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক।
এর আগে গতকাল সোমবার সব বাধা উপেক্ষা করে ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে যায় পিটিআই নেতা-কর্মীদের গাড়িবহর। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাঁদের সংঘর্ষ হয়। বিক্ষোভ ঠেকাতে গ্রেপ্তার করা হয়েছে পিটিআইয়ের পাঁচ পার্লামেন্ট সদস্যসহ প্রায় চার হাজার জনকে।
পিটিআই নেতা-কর্মীদের ঠেকাতে ইসলামাবাদের সব প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা-সমাবেশ ও জমায়েত। কার্গো কনটেইনার দিয়ে আটকে রাখা হয়েছে ‘রেড জোন’ ডি–চকের প্রবেশপথ।