ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ হামলার দাবি ইয়েমেনের

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৩, ২০২৪, ১১:৩৮ এএম

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ হামলার দাবি ইয়েমেনের

ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে সফলভাবে ‘হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনি বাহিনী।

মঙ্গলবার (২২ অক্টোবর) ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ইয়েমেনের জনপ্রিয় প্রতিরোধ গোষ্ঠী আনসারুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ক্ষেপণাস্ত্রটি অধিকৃত ইয়াফো অঞ্চলের (তেল আবিব) পূর্বে একটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে।

ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, আমেরিকান এবং ইসরায়েলি- উভয়ের প্রতিরোধমূলক প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে তার লক্ষ্যে পৌঁছেছে।

ইয়েমেন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার কথা বললেও, সেটি আসলেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষও কোনো মন্তব্য করেনি।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী ‘ফিলিস্তিন ও লেবাননের নিপীড়িত জনগণ এবং ফিলিস্তিনি ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে’ এই অভিযান পরিচালনা করেছে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।

তিনি বলেন, ‘ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরাইলের শাসকদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাবে যতক্ষণ না আগ্রাসন বন্ধ করা হয়, গাজায় অবরোধ প্রত্যাহার করা হয় এবং লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হয়।’

সূত্র: প্রেস টিভি

Link copied!