এবার সু চির অর্থনৈতিক উপদেষ্টা আটক

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২১, ১১:৩৩ পিএম

এবার সু চির অর্থনৈতিক উপদেষ্টা আটক

মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির অর্থনৈতিক উপদেষ্টা অষ্ট্রেলীয়ার নাগরিক শন টারনেলকে গ্রেফতার করেছে মিয়ানমারের জান্তা সরকার। বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি নিজে একথা নিশ্চিত করেছেন।

রয়টার্সকে পাঠানো বার্তায় টারনেল বলেন, ‘আমার ধারণা খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন, ইতোমধ্যে আমি আটক হয়েছি।  আমার বিরুদ্ধে হয়ত কোনও অভিযোগ আনা হয়েছে, আমি নিশ্চিত জানিনা। আমি ভালো আছি, আমার মনোবল অটুট আছে। কোনও বিষয়ে আমার অনুশোচনা নেই।বার্তার সাথে তিনি একটি স্মাইলি ইমোজি যুক্ত করেন। তবে তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। 

 

টারনেল সিডনির ম্যাককোয়ারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি ২০১৭ সাল থেকে সু চি বিশেষ অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন। তখন থেকেই তিনি নাইপিদোতে বাস করছেন। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান  

Link copied!