অনশন করে মুক্তি আদায় করে ছাড়লেন সেই ফিলিস্তিনি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৫, ২০২২, ০৭:৫৬ পিএম

অনশন করে মুক্তি আদায় করে ছাড়লেন সেই ফিলিস্তিনি

কোনো কারণ ছাড়াই আটকের প্রতিবাদে প্রায় পাঁচ মাস ধরে ইসরায়েলের কারাগারে আটক ও অনশন করা ফিলিস্তিনের নাগরিক হিশাম আবু হাওয়াশকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। নাফতালি বেনেট প্রশাসনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর পর হিশাম অনশন ভাঙতে রাজি বলে হিশামের আইনজীবী জানিয়েছেন। তবে এর পেছনে মিশর সরকারের ভূমিকা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, ইসরায়েলের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন পলিসি বা বিনা বিচারে আটক রাখার নীতির প্রতিবাদে অনশন করছেন ৪০ বছর বয়সী হিশামসহ কয়েকজন।

আলজাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ আটকদের গোপন প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার দেখানো হয়, তারা তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জানেন না এবং তাদেরকে আদালতে নিজেদের রক্ষা করার সুযোগ পর্যন্ত দেওয়া হয় না।

মঙ্গলবার (৪ জানুয়ারি) হিশামের আইনজীবী জাওয়াদ বলেন, ইসরায়েল তাকে (হিশাম) আগামী ২৬ ফেব্রুয়ারি মুক্তি দেওয়ার অঙ্গীকার করার পর তিনি অনশন ভাঙতে রাজি হয়েছেন। তবে বেনেট প্রশাসনের তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি।

প্রসঙ্গত, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ জঙ্গি গোষ্ঠীর সদস্য এবং সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে হিশামকে গ্রেপ্তার করে ইসরায়েল সরকার। পরে গত ডিসেম্বরে হাসপাতালে ভর্তি করা হয় হিশামকে। হিশাম যদি মারা যায় তবে ইসরায়েলে হামলার হুমকি দিয়ে রেখেছিল দ্য ইসলামিক জিহাদ।

Link copied!