অবশেষে কারামুক্ত হলেন সৌদি রাজকন্যা বাসমাহ

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ৯, ২০২২, ০৯:৪৪ পিএম

অবশেষে কারামুক্ত হলেন সৌদি রাজকন্যা বাসমাহ

কোনো ধরণের অপরাধ ছাড়াই তিন বছর কারাবাসের পর অবশেষে মুক্তি পেয়েছেন সৌদি রাজকন্যা বাসমাহ্ বিনতে সৌদ (৫৭) এবং তার কন্যা সুহৌদ। বাসমাহর বাবা বাদশাহ সৌদ ১৯৫৩ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত দেশটির শাসনকর্তা ছিলেন।

মানবাধিকার সংগঠন এএলকিউএসটির বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি’র খবরে বলা হয়, ২০১৯ সালের মার্চে সুইজারল্যান্ড চিকিৎসার উদ্দেশে দেশত্যাগ করতে ডাওয়ার সময় সৌদি রাজকন্যা বাসমাহ্ বিনতে সৌদকে গ্রেপ্তার করে সৌদি পুলিশ। কিন্তু এই গ্রেপ্তারের কোনো কারণ জানায়নি কর্তৃপক্ষ।

তবে বিশ্লেষকদের অনেকের ধারণা তিনি মানবিকতা এবং সংবিধান সংস্করণের সমর্থন জানিয়ে তার দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন বলেই তাকে কারাবাসে যেতে হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গত বছর তার পরিবার জাতিসংঘে একটি লিখিত বার্তা পাঠায়, যেখানে বলা হয় রাজকন্যা অপরাধের স্পষ্টবাদী সমালোচক বলেই তাকে কারাবাস করতে হচ্ছে।

গত বছরের এপ্রিল মাসে সৌদি রাজা সালমান এবং ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের কাছে মুক্তির আবেদন করে রাজকন্যা বাসমাহ্ জানান যে, তিনি কোনো ভুল কাজ করেননি এবং তার স্বাস্থ্য খুব খারাপ।

মানবাধিকার সংগঠন এএলকিউএসটি তার মুক্তির খবর জানিয়ে একটি টুইট বার্তা প্রকাশ করে। যেখানে তারা আরও জানায় রাজকন্যার শারীরিক অবস্থা গুরুতর এবং তার দ্রুত চিকিৎসা প্রয়োজন। তারা আরও জানায়, তার কারামুক্তির দিন অবধি কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো অভিযোগের বিষয় নিশ্চিত করতে পারেনি।

Link copied!