অবশেষে তুরস্কের নির্বাচনের তারিখ ঘোষণা করলেন এরদোয়ান

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২৩, ০৯:১২ এএম

অবশেষে তুরস্কের নির্বাচনের তারিখ ঘোষণা করলেন এরদোয়ান

অনেক জল্পনার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দেশটির পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, আগামী ১৪ মে তুরস্কের পরবর্তী সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার উত্তরপশ্চিমাঞ্চলের বুসা প্রদেশে এক যুব সম্মেলনে তিনি নির্বাচনের তারিখ জানান। কিন্তু এই সম্পর্কিত ভিডিওটি প্রকাশিত হয় গতকাল রবিবার।

এরদোয়ান বলেন, ‘আমাদের তরুণরা মূল্যবান। তারা ১৪ মে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেবে।’

২০০৩ সাল থেকে তুরস্কে ক্ষমতায় আছেন এরদোয়ান। যদিও প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে ছিলেন। তারপর ২০১৪ সাল থেকে প্রেসিডেন্ট।

এদিকে দেশটির ছয় দলের জোট এখনো প্রেসিডেন্ট প্রার্থী ঠিক করতে পারেনি। একটি কুর্দিপন্থি দল জোট থেকে বাদ পড়েছে যা, পার্লামেন্টে তৃতীয় বৃহত্তম দল। তাঁরা নিজেরাই প্রার্থী দিতে পারে।

Link copied!