অমৃতপাল সিংয়ের আত্মসমর্পণ; পাঞ্জাব পুলিশের গ্রেপ্তার ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৩, ১১:৫৯ এএম

অমৃতপাল সিংয়ের আত্মসমর্পণ; পাঞ্জাব পুলিশের গ্রেপ্তার ঘোষণা

পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন খালিস্তানপন্থী ‘ওয়ারিশ পাঞ্জাব দে’ (পাঞ্জাবের উত্তরাধিকারী) নেতা অমৃতপাল সিং। গত ১৮ মার্চ থেকে তিনি পলাতক ছিলেন। অমৃতপাল সিংয়ের খোঁজে ভারতের পাঞ্জাব রাজ্য পুলিশ বেশ কয়েক দিন ধরেই তল্লাশি চালিয়ে যাচ্ছিল। রাজ্যের মোগা জেলা থেকে অমৃতপালকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (২৩ এপ্রিল) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়।

সম্প্রতি এক অনুষ্ঠানেই অমৃতপাল সিং ইস্যুতে পাঞ্জাব পুলিশের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, অমৃতপাল সিংয়ের ধরা পড়ার সংবাদ যেকোনো সময়ই পাওয়া যাবে। এর পরপরই পাঞ্জাব পুলিশ অমৃতপালকে গ্রেপ্তার করল।

বিভিন্ন জায়গায় অমৃতপালকে দেখা গেছে, এমন খবর গণমাধ্যমে প্রচার চলছিল। তবু পুলিশের চোখে ৩৬ দিন ধরে ধুলো দিয়ে পালিয়ে বেড়িয়েছেন অমৃতপাল সিং।

অমৃতপাল সিংকে আসামের দিব্রুগড়ে নেওয়া হচ্ছে বলে এনডিটিভির প্রতিবেদনে জানা যায়। সেখানে তাঁর আট সহযোগীকে জাতীয় নিরাপত্তা আইনের (ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট) আওতায় আটক করা হয়েছে।

অনাবাসী ভারতীয় অমৃতপাল সিং দুবাইতে ট্রাকচালক হিসেবে কাজ করতেন। সেখান থেকেই পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থার (আইএসআই) এজেন্ট হিসেবে তাঁকে নিয়োগ করা হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতে থাকার সময়ই অমৃতপাল পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সংস্পর্শে এসেছিলেন।

Link copied!