অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান খান, ‘হত্যার ষড়যন্ত্র’ নিয়ে উঠছে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২২, ০১:৪৫ এএম

অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান খান, ‘হত্যার ষড়যন্ত্র’ নিয়ে উঠছে প্রশ্ন

অল্পের জন্য বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান। তবে এ ঘটনায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে ‘হত্যার ষড়যন্ত্র’ হিসেবে দেখছে পিটিআই।

রবিবার পাকিস্তানের ডন অনলাইনের খবরে বলা হয়, গতকাল শনিবার মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে দ্রুত জরুরি অবতরণ করে ইমরান খানকে বহনকারী বিমানটি। তবে ইমরান খানসহ বিমানের অন্য যাত্রীরা সুস্থ ও অক্ষত রয়েছেন।

পাকিস্তানের এই সংবাদমাধ্যমের দাবি, শনিবার গুজরানওয়ালায় যাওয়ার জন্য একটি বিশেষ বিমানে উঠেছিলেন ইমরান খান। কিন্তু বিমান যখন মাঝ আকাশে, আচমকাই দেখা যায় বিভ্রাট। যান্ত্রিক গোলযোগের দেখা পেতেই সেটিকে ফিরিয়ে আনা হয় রাজধানী ইসলামাবাদে। নিরাপদে অবতরণও করে সেটি।

তবে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ ঘটনাকে তাদের নেতা ইমরান খানকে ‘হত্যার চেষ্টা’ বলে জানিয়েছে।

আজহার মাশওয়ানি নামে এক পিটিআই নেতা টুইটারে জানিয়েছেন, বিমানে যান্ত্রিক ত্রুটির যে কারণের কথা বলা হচ্ছে. তা সঠিক নয়। তাঁর দাবি, খারাপ আবহাওয়ার কারণেই উড়ানের কিছুক্ষণ পরেই বিমানটিকে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরে সড়কপথে ইমরান গুজরানওয়ালায় গিয়েছেন বলে জানিয়েছেন ওই নেতা।

প্রসঙ্গত, কয়েক দিন আগেই ইমরানের কনভয়ের একটি গাড়িতে আগুন লেগে গিয়েছিল। তবে কারও কোনও ক্ষতি হয়নি। এর আগে গত জুনে ইমরানকে হত্যার চক্রান্ত হচ্ছে বলে শোনা গিয়েছিল। পিটিআই নেতা ফায়াজ চৌহান নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছিলেন, পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে হত্যার ষড়যন্ত্রের বিষয়ে তথ্য আছে তাঁর কাছে। এরই মধ্যে ইমরানকে হত্যার উদ্দেশ্যে ‘কোচি’ নামে আফগানিস্তানের এক আততায়ীকে ভাড়া করা হয়েছে বলেও দাবি করেছিলেন তিনি। সেই দাবিতে কার্যত সিলমোহর দেয় খাইবার পাখতুনখাওয়ার সন্ত্রাস দমন বিভাগ। তারা জানায়, প্রাক্তন পাক অধিনায়কের জীবননাশের জন্য আফগানিস্তানের এক ভাড়াটে খুনির সাহায্য নেওয়া হচ্ছে এই খবর তারাও জানতে পেরেছেন।

তারও আগে এক রাজনৈতিক সমাবেশে ইমরান নিজেই তাঁকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেন। এবিষয়ে তাঁর কাছে কিছু ভিডিও ফুটেজ আছে বলেও দাবি করেছিলেন। যদিও সেই প্রমাণ প্রকাশ্যে আনেননি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। এবার চাঞ্চল্য ছড়াল ইমরানের বিমানের জরুরি অবতরণকে ঘিরে।

Link copied!