আফগানিস্তানের একটি প্রাদেশির রাজধানী তালেবানদের দখলে

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৭, ২০২১, ০১:১২ এএম

আফগানিস্তানের একটি প্রাদেশির রাজধানী তালেবানদের দখলে

আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি প্রাদেশিক রাজধানী জারাঞ্জ দখল করেছে দেশটিতে তৎপর জঙ্গি সংগঠন তালেবান। সম্প্রতি তালেবার দখলদারিত্ব শুরুর পর এটিই তাদের দখল করা প্রথম প্রাদেশিক রাজধানী।

শুক্রবার (৬ আগস্ট) আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দুপুরে নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ দখল করে তালেবান। যদিও আফগান  সরকার এখনও এ বিষয়ে মুখ খোলেনি।

 

ন্যাটো ও মার্কিন সেনা প্রত্যাহারের সময় তালেবান প্রাদেশিক শহরগুলোতে হামলা বৃদ্ধির পর এই দখলের কথা জানা গেলো। পশ্চিমাঞ্চলীয় হেরাত ও দক্ষিণের লস্করগাহ প্রাদেশিক রাজধানী দখলেও অভিযান চালাচ্ছে তালেবান।

ইরান সীমান্তের কাছে জারাঞ্জ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। শহরটির আশপাশের জেলাগুলো ঘিরে রাখার পর তালেবান যোদ্ধারা জারাঞ্জ দখলে অগ্রসর হয়।

এর আগে শুক্রবার আফগানিস্তানের মিডিয়া ও তথ্যকেন্দ্রের প্রধান দাও খান মেনাপালকে কাবুলে নিজ কার্যালয়ে হত্যা করে তালেবান।

সূত্র: বিবিসি।

Link copied!