আই উইল বি ব্যাক : মমতা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২১, ০১:২০ এএম

আই উইল বি ব্যাক : মমতা

ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির কড়া চ্যালেঞ্জের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবেই হোক এ রাজ্য ক্ষমতা দখলে মরিয়া বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ-এর নির্দেশে এরইমধ্যে সেলক্ষ্যে কাজও শুরু করেছেন বিজেপি’র নেতাকর্মীরা।

তবে সোমবার বিধানসভা অধিবেশনের শেষদিনেও আবার ক্ষমতায় ফেরার বিষয়ে আত্মবিশ্বাস ব্যক্ত করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়কদের সঙ্গে ফটোসেশন শেষে আঙুলে ‘ভিকট্রি চিহ্ন’ দেখিয়ে মমতা বলেন, ‘অনেকে বলছেন আমি আর ফিরবো না। বাট আই উইল বি ব্যাক।’

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ফের বিধানসভার কর্মীদের সঙ্গে ছবি তোলার সময়ও মমতা এ প্রত্যয় ব্যক্ত করেন। তবে এদিনের ফটো সেশনে বাম ও কংগ্রেস বিধায়করা উপস্থিত ছিলেন না।

এর আগে বিধানসভায় বাজেট আলোচনার ভাষণে মমতা বলেন, ‘২০২১ এর বিধানসভা ভোটে তৃণমূলই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে।’ বিধায়কদের আশ্বস্ত করে বলেন, ‘চিন্তা করবেন না। এখনও ভোটের তারিখ ঘোষণা হয়নি। বাকি কাজ দ্রুত সেরে ফেলুন। উন্নয়নের কথা বলুন সরকারে ফিরবে তৃণমূল।’

ভারতীয় গণমাধ্য জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মাঝামাঝিতে ভোটের তারিখ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রীর ভাষ্যমতে, আগামী সপ্তাহরে মধ্যেই নির্বাচনের তারিখের ঘোষণা আসতে পারে। আর তাই সেদিকে তাকিয়ে কর্মীদের পথে নামার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। ভোটের আগে সংগঠন ও ভোটারদের অবস্থা বুঝতে বিভিন্ন জেলা সফর শুরু করেছেন নেত্রী।

সূত্র: আনন্দবাজার ও হিন্দুস্তান টাইমস

Link copied!